Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো জুটি বাঁধছেন সালমান-দীপিকা!


৯ মে ২০১৯ ১৪:৪১

সালমান খান অভিনীত ব্যবসা সফল ছবি ‘কিক’ ছবির সিক্যুয়াল হচ্ছে। যার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন সালমান নিজেই। তবে খোঁজা হচ্ছে ছবির নায়িকা। ফিল্মফেয়ার জানিয়েছে, ছবিতে সালমান খানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখার সম্ভাবনা প্রবল।

প্রথম কিস্তিতে ভাইজানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু তাকে দ্বিতীয় কিস্তিতে না নেয়ার পক্ষে মত দিয়েছেন ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। এক্ষেত্রে তার প্রথম পছন্দ দীপিকা পাড়ুকোন। কারণ, সিক্যুয়ালে পরিচালক নতুন জুটিকে দেখতে চান।

বিজ্ঞাপন

ওদিকে জানা গেছে, দীপিকা এমন কোনো ছবিতে অভিনয় করতে চান না যেটাতে কেবল নায়িকা হয়ে থাকতে হবে, অভিনয়ের সুযোগ থাকবে না। দীপিকা জানান, সালমান খানের ছবিতে নায়িকার কোনো ভূমিকা থাকে না। সাজিদ নাদিয়াদওয়লাও তাই এখন ছবির চিত্রনাট্যে পরিবর্তন আনছেন। জোর চেষ্টা করছেন দীপিকা পাড়ুকোনের চরিত্রটি আরও গুরুত্বপূর্ণ করতে।

যদি দীপিকা সিনেমাটি করতে রাজি হন, তাইলে এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন সালমান-দীপিকা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা আসেনি।

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা ‘ভারত’। আর দীপিকা এখন ব্যস্ত রয়েছেন এসিড দগ্ধ নারী লক্ষ্মী আগারওয়ালের জীবনী অবলম্বনে সিনেমা ‘ছাপাক’র কাজে।

সারাবাংলা/আরএসও/পিএ

কিক ২ দীপকা পাড়ুকোন বলিউড সালমান খান সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর