Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের প্রশ্নে বিরক্ত অর্জুন


৯ মে ২০১৯ ১৪:২২

সাংবাদিকদের মুখে পড়া মানেই অর্জুন কাপুরের কাছে তাদের একটাই প্রশ্ন। কবে বিয়ে করছেন মালাইকাকে? কাজের খবরের চেয়ে বিয়ের খবর নিয়ে সাংবাদিকদের অতি আগ্রহে বিরক্ত প্রকাশ করেছেন বলিউডের এই হিরো।

অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে খবরের জল অনেকদূর গড়িয়েছে। তবে তাদের সেই সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা তারা দেননি। ফলে জল্পনার জল ঘোলা হচ্ছে মাঝে-মধ্যেই। আর বারবারই একই প্রশ্ন শুনতে হয়েছে অর্জুনকে। শুনে শুনে তিনিও বিরক্ত। এবার সেই বিরক্তির প্রকাশই ঘটলো। মালাইকাকে বিয়ের প্রশ্ন শুনে রেগে গেলেন অর্জুন।

বিজ্ঞাপন

সাফ জানিয়ে দিলেন- তিনি এখনই বিয়ে করছেন না। যখন বিয়ে করবেন তখন জানাবেন।

ক্ষোভ প্রকাশের পর কিছুটা অসহায়ও মনে হয় তাকে। তিনি বলেন, ‘আমি তো এখনও পর্যন্ত কিছু লুকোইনি। তা হলে বিয়ে করলে লুকবো কেন? আমি পাবলিক ফিগার। আমাকে নিয়ে নানা জল্পনা হবে। সেটা আমার পেশারই অংশ এবং তা আমি জানি। কিন্তু কেউ কেউ এক  প্রশ্ন করে এত বিরক্ত করেন যা সহ্য করা মুশকিল!’

বলা হয়ে থাকে, অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই আরবাজ খান-মালাইকার প্রায় বিশ বছরের সংসার ভেঙ্গে যায়।  অবশ্য মালাইকা-আরবাজ দুজনের কেউই  তা স্বীকার করেননি। তবে বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে মালাইকার প্রকাশ ঘনিষ্টতা অবশ্য জানান দেয়, ডাল মে কুচ কালা হ্যায়।

সারাবাংলা/পিএম

অর্জুন কাপুর আরবাজ খান প্রেম বলিউড বিয়ে বিরক্ত মালাইকা অরোরা সাংবাদিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর