Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দশক পর তারা এক ছবিতে


৮ মে ২০১৯ ১৫:৫১

বিশ বছর আগে সবশেষ একসঙ্গে বড় পর্দায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান ও টাবু। ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যয়’ ও ‘বিবি নম্বর ওয়ান’ ছবিতে তারা জুটি বেঁধে নয় বরং এক ছবিতে অভিনয় করেছিলেন। এরপর তাদের কখনো একসাথে বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি।

তবে এবার দীর্ঘ বিরতির পর আবার তারা এক সিনেমায় অভিনয় করতে চলেছেন। নীতিন কাক্কর পরিচালতি ‘জাওয়ানি জানেমান’ ছবিতে অভিনয় করবেন তারা। খবর ফিল্মফেয়ারের।

ছবিটি হতে যাচ্ছে পারিবারিক কমেডি ঘরানার। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন সাইফ আলি খান। সম্প্রতি তিনি ছবির প্রস্তাব নিয়ে টাবুর কাছে যান। টাবুও গল্প শুনে রাজি হয়ে যান।

টাবু সম্পর্কে সাইফ আলি খান বলেন, ‘টাবু খুব মেধাবী অভিনয়শিল্পী। আমি অত্যন্ত খুশি হয়েছি কারণ, টাবু ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন। অনেক বছর পর আমরা একসঙ্গে অভিনয় করব। এটা একটি ইতিহাস হতে চলেছে। আমি এখন ছবিটি নিয়ে সামনের দিকে এগোতে চাই।’

এদিকে ‘জাওয়ানি জানেমান’ ছবিতে অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালার অভিষেক হচ্ছে। জুন মাসে লন্ডনে টানা ৪৫ দিন ছবির শুটিং চলবে।

সারাবাংলা/আরএসও/পিএ

আলিয়া ফার্নিচারওয়ালা জাওয়ানি জানেমান টাবু বলিউড সাইফ আলি খান সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর