Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসলে আমি দুঃখিত: পুজা চেরী


৭ মে ২০১৯ ১৯:৩১

নবীন চিত্রনায়িকা পুজা চেরী তার এসএসসির ফল প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লিখিত বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন-

আসলে আমি দুঃখিত।

আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন এডমিড কার্ড হাতে না থাকার কারনে আমি নিজে জানতে পারি নি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে, আই এম সরি। আমি আসলে কাওকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাই নি।

এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি। আসলে আমি হঠাৎ ঘাবরে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষণ পর্যন্ত আমি এ নিয়ে সিওর না হবো ততক্ষণ আমি কিছু বলবো না।

আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত।

আমি ভাবলাম আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইরা আমার ওপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পুজা চেরী। যারা এরকম নিউজ করছেন তাদের কাছে আমি অনুরোধ করছি।

আমি অত্যন্ত দুঃখিত।

আপনারা আমার উপর আর্শিবাদ রাখবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।’

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) দিয়েছেন পুজা। সোমবার (৬ মে) সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় তিনি ৪.৩৩ পেয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে। অথচ তিনি আসলে পেয়েছেন ৩.৩৩ গ্রেড পয়েন্ট।

এমন তথ্য পাওয়ার পর থেকেই যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল পুজা চেরীর সঙ্গে। কিন্তু প্রথম দিকে ফোন রিসিভ করছিলেন না তিনি, পরবর্তীতে ফোন বন্ধও পাওয়া গেছে তার।

রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন এ নায়িকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

এসএসসি দুঃখ প্রকাশ নায়িকা পুজা চেরী রেজাল্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর