কবিগুরুর জন্মজয়ন্তীতে বিশেষ নাটক ‘নিশীথে’
৭ মে ২০১৯ ১৭:৫৯ | আপডেট: ৭ মে ২০১৯ ১৮:০০
আগামীকাল (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মদিন। কবির জন্মদিন উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে একাধিক খণ্ডনাটক। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিও প্রচার করবে বিশেষ নাটক ‘নিশীথে’। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্প অবলম্বনে নির্মিত নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেচেন অঞ্জন আইচ।
নাটকটির গল্পে দেখা যাবে- নিশিকান্ত বাবুর প্রথম স্ত্রী কঠিন অসুখে আক্রান্ত। তার চিকিৎসার জন্য কলকাতার বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন নিশিকান্ত বাবু। কিন্তু ডাক্তার বলে দিয়েছে এই রোগ আর ভালো হবার নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন যে, স্ত্রীসহ এই বাড়িতেই অবস্থান করবেন।
সেসময় স্ত্রীর সেবার জন্য তার বাবার বাড়ি থেকে দুঃসম্পর্কের এক বোনকে এ বাড়িতে নিয়ে আসা হয়। অসুস্থ স্ত্রী মনে মনে কল্পনা করে যে, এই মেয়েটির সঙ্গে তার স্বামীর বিয়ে দেবে। কল্পনার চেয়েও দ্রুত ঘটে যায় ঘটনা। সে খেয়াল করে তার স্বামী এই মেয়েটির প্রেমে পড়েছে। তখন সে ধীরে ধীরে মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু, মাহা। নাটকটি ৮ মে রাত ৮টায় প্রচার হবে।
সারাবাংলা/আরএসও/পিএ
অঞ্জন আইচ জন্মজয়ন্তী নাটক নিশীথে মম রওনক হাসান রবীন্দ্রনাথ ঠাকুর