‘রিক্সা গার্ল’ সিনেমার শিল্পী নির্বাচন!
২৮ জানুয়ারি ২০১৮ ১৭:৫৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৯:১৭
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিক্সা গার্ল’। অনেকদিন ধরেই এগোচ্ছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। অনেকগুলো ধাপ পেরিয়ে এখন চলছে রিক্সা গার্লের অভিনয় শিল্পী নির্বাচন। নেয়া হচ্ছে অডিশন।
তবে ‘রিক্সা গার্ল’ নাইমা অর্থাৎ মূল চরিত্রের অভিনেত্রী নিয়ে কিছুটা ঝামেলায় আছেন পরিচালক। কে হবেন তার রিক্সা গার্ল? তেমন অভিনেত্রী খুঁজে পাচ্ছেন না। ‘অভিনয় তো অবশ্যই, বাংলা ইংরেজি ভালো করে বলতে পারে এমন ১৫-১৬ বছর বয়সী একজন অভিনেত্রী দরকার’। জানালেন পরিচালক অমিতাভ রেজা।
গত বছরের শেষ ভাগে ঘোষণা আসে, চলতি বছরের মার্চে শুরু হবে সিনেমার শুটিং। কিন্তু তা আর হচ্ছে না। মার্চে আবারো চিত্রনাট্য নিয়ে বসবেন পরিচালক ও চিত্রনাট্যকার। অমিতাভ বলেন, ‘মার্চে আমি সান ফ্রানসিসকো যাবো। চিত্রনাট্য নিয়ে বসতে হবে। তাই মার্চে শুটিং শুরু করতে পারছি না।’
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা থেকে এর চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ।
এখন অমিতাভ রেজা ব্যস্ত নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে। এছাড়াও একটি ওয়েব সিরিজের অর্ধেক কাজ করে রেখেছেন তিনি।
সারাবাংলা/পিএ