Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব গানে বেঁচে থাকবেন সুবীর নন্দী


৭ মে ২০১৯ ১৬:৩১ | আপডেট: ৭ মে ২০১৯ ১৬:৩৯

সদ্যই প্রয়াত হয়েছেন বাংলা সঙ্গীতের অনন্য শিল্পী সুবীর নন্দী। চলে গেছেন দৃষ্টির ওপরে। কিন্তু চোখের আড়াল হলেও তিনি কি শ্রোতাদের মনের আড়াল হয়ে যাবেন? সুবীর নন্দীর বর্নাঢ্য ক্যারিয়ারের অসংখ্য কালজয়ী গান বলছে সেরকমটা হওয়ার কোনও সুযোগই নেই। সুবীর নন্দী হাজার বেঁচে থাকবেন তার গানের মধ্য দিয়েই।

প্রেমের প্রকাশে সুবীর নন্দী ছাড়া আর উপায় কি? তিনি গেয়েছেন- ‘তুমি যে আমার কবিতা, আমারও বিষের রাগিনী.. ‘। আবার তার কন্ঠেই আমরা পেয়েছি ‘পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না’র মতো অসম্ভব আবেগি গান। সুবীর নন্দীর কন্ঠ ছুঁয়েই গ্রামের ধূলোমাখা কন্যা হয়ে উঠেছে সোনার কন্যা। তিনি গেয়েছেন- এক যে ছিল সোনার কন্য মেঘ বরন কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ’। সুবীর নন্দীর কন্ঠেই প্রাণ পেয়েছে ‘দিন যায় কথা থাকে’র মতো গান। কিংবা ‘বন্ধু তোর বরাত নিয়া আমি যাবো’র মতো হৃদয় নিংড়ানো আবেগের সব গান।

বিজ্ঞাপন

আবার প্রেম-বিরহে কাতর মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে উঠবে সুবীর নন্দীর গান। যেমনটা আগেও হয়েছে। অসম্ভব গুণী এই শিল্পী গেয়েছেন অসংখ্য কালজয়ী স্যাড রোমান্টিক গান। ‘আমার এ দুটি চোখ পাথরতো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়’ কিংবা ‘কতো যে তোমাকে বেসেছি ভালো সেকথা তুমি যদি জানতে’ কিংবা ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে, একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’। তিনি গেয়েছেন- ‘পাথরের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো…’, ‘আমি বৃষ্টির কাছে কাঁদতে শিখেছি, আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনও লাভ নেই…’। ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’। ‘প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে’।

বিজ্ঞাপন

ভালোবাসার এমন আবেগঘন প্রকাশ আর কার গানে পাবে মানুষ? প্রেম যতদিন থাকবে, মানুষের মধ্যে আবেগ যতদিন থাকবে সুবীর নন্দীর কন্ঠের আয়ু ঠিক ততদিনই।

সুবীর নন্দীর কন্ঠ ছুঁয়ে কালজয়ী হওয়া গান-

১. আমার এ দুটি চোখ পাথর তো নয়…
২. কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে…
৩. দিন যায় কথা থাকে…
৪. একটা ছিল সোনার কন্যা মেঘবরন কেশ…
৫. তুমি যে আমার কবিতা…
৬. হাজার মনের কাছে প্রশ্ন রেখে, একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই…
৭. বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম…
৮.পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগেনা…
৯. ও আমার উড়াল পঙ্খিরে…
১০.পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো…
১১. আমি বৃষ্টির কাছে কাঁদতে শিখেছি, আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনও লাভ নেই…
১২. আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনও ঠিকানা/আমার মনের মাঝে বসত তাহার নিজেই জানিনা…
১৩. হাবলংয়ের বাজারে গিয়া…
১৪. তুমি এমনই জাল পেতেছ…
১৫. তোমারই পরশে জীবন…

সারাবাংলা/পিএম

কালজয়ী গান গান চলে গেলেন সুবীর নন্দী সঙ্গীতশিল্পী সুবীর নন্দী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর