সুবীর নন্দীর মরদেহ আসবে বুধবার সকালে, নেওয়া হবে শহীদ মিনারে
৭ মে ২০১৯ ১১:৪৩ | আপডেট: ৭ মে ২০১৯ ১২:৩১
সদ্য প্রয়াত বরণ্যে সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরহেদ আগামীকাল বুধবার (৮ মে) সকালে দেশে আনা হবে। সকাল ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
সুবীর নন্দীর পারিবারের সদস্য এবং এতদিন তার চিকিৎসা সমন্বয়ক দায়িত্বে থাকা জাতীয় বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এই তথ্য জানিয়েছেন।
সুবীর নন্দীর মেয়ের জামাতা রাজেশ শিকদার সারাবাংলা বলেন, ‘বুধবার ভোর ৬টা ১০ মিনিটে সুবীর নন্দীর মরদেহ দেশে এসে পৌঁছাবে। সেখান থেকে সুবীর নন্দীর মরদেহ প্রথমে তার গ্রিন রোডের বাসায় নেওয়া হবে। তারপর নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সুবীর নন্দীর মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে।’
সুবীর নন্দীর শেষকৃত্য হবে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরে হবে বলে জানিয়েছেন রাজেশ শিকদার। রামকৃষ্ণ মিশন থেকে যতদ্রুত সম্ভব সুবীর নন্দীর মরদেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্যর জন্য।
সারাবাংলা/পিএম/পিএ