কঙ্গনার ছেড়ে দেয়া ছবিতে দীপিকা
৬ মে ২০১৯ ১৫:০৭ | আপডেট: ৬ মে ২০১৯ ১৭:১৬
একজনের ছেড়ে দেয়া ছবিতে অন্য জন অভিনয় করা বলিউডে নতুন কোনো বিষয় নয়। হরহামেশাই এরকমটা হয়ে থাকে। ওমুক ছেড়ে দিয়েছে বলে, আমি ছবিট করবো না—এমন মনোভাব কম দেখা যায়। আর তাইতো কঙ্গনা রানৌতের ছেড়ে দেয়ওয়া ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
কঙ্গনা তখন ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির শুটিং করছিলেন। সেসময় বাঙালি-বলিউড পরিচালক অনুরাগ বসু তার কাছে ‘ইমলি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান। কঙ্গনাও চেয়েছিলেন ছবিতে অভিনয় করতে। কিন্তু নিজের প্রথম পরিচালিত ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’র শুটিংয়ের কারণে সময় দিতে পারেননি।
সেসময় ছবি ছেড়ে দেয়ার জন্য বেশ আক্ষেপও করেছিলেন কঙ্গনা। বলেছিলেন, খারাপ লাগছে আমার চলচ্চিত্র ক্যারিয়ারের পথপ্রদর্শকের ছবি হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই। আমি আমার পরিচালিত প্রথম ছবিটির দিকে মনোনিবেশ করতে চাই।’
কঙ্গনার ছেড়ে দেওয়ার পর অনুরাগ বসু দীপিকাকে অভিনয়ের প্রস্তাব দেন। দীপিকা সরাসির কিছু না বললেও, তিনিই অনুরাগের ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন।
সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, কঙ্গনাকে নিয়ে অনুরাগ বসু তৃতীয় ছবি করতে চেয়েছিলেন। কিন্তু কঙ্গনা সময় দিতে না পারায় ছবিটি ছেড়ে দেন। তারপর অনুরাগ সোজা দীপিকার কাছে যান। দীপিকা তাকে খালি হাতে ফিরিয়ে দেননি। দীপিকা এখন ‘ছাপাক’ ছবির কাছে ব্যস্ত। এরপরই তিনি ‘ইমলি’র শুটিংয়ে অংশ নেবেন।
যদিও সবই প্রাথমিক পর্যায়ের আলোচনা। আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। দীপিকার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে সে পর্যন্ত।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম