Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুলেই রইলো ‘বেপরোয়া’র ভাগ্য


৬ মে ২০১৯ ১৩:৪২

দিন ঘনিয়ে আসার সাথে সাথে পাল্টে যাচ্ছে ঈদের ছবির সমীকরণ। শোনা যাচ্ছিল, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ নতুন করে মুক্তি দেয়া হবে ঈদুল ফিতরে। সেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রাথমিকভাবে প্রচারণাও চালানো হচ্ছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে।

তবে নতুন খবর, ঈদুল ফিতরে মুক্তি পাবে না ছবিটি। সারাবাংলাকে তথ্যটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া আলোচিত “নোলক” ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। সেকারণে “বেপরোয়া” মুক্তি পিছিয়ে যাবে। দুই ঈদের মাঝখানের কোনো একটি সময়ে “বেপরোয়া” মুক্তি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

গত বছর (২০১৭ সাল) ঈদুল আজহায় মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘বেপরোয়া’। তখনও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঈদ পরবর্তী ভালো সময়ে বেশি সংখ্যাক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি। এরপর এক বছর পেরিয়ে গেলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি।

এবারও ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার পেছনে ব্যবসায়িক হিসেব নিকেশ দাঁড় করান আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘এবার ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পাবে। “পাসওয়ার্ড” আগে থেকেই মুক্তির বিষয়ে নিশ্চিত ছিল। আর অনেকটা জোরপূর্বক “নোলক” মুক্তি দিতে চাইছেন প্রযোজক। প্রযোজকের কথা চিন্তা করে আমাদের ছবি সরিয়ে নিচ্ছি। তাছাড়া যে ঈদে শাকিব খানের দুই ছবি মুক্তি পাবে, সেই ঈদে তো অন্য ছবি ব্যবসাই করতে পারবে না। সব ভালো ছবি এক ঈদে মুক্তি পেলে পরবর্তী সময়ে মুক্তি দেওয়ার মতো ছবি থাকবে না।’

কলকাতার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ পরিচালনা করেছেন ‘বেপরোয়া’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ববি ও রোশান। অন্যদিকে ‘নোলক’ ছবি পরিচালনা করেছেন সাকিব ইরতেজা চৌধুরী। এই ছবির নায়িকাও ববি। তবে নায়ক হিসেবে আছেন শাকিব খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ

ঈদের ছবি নোলক বেপরোয়া রাজা চন্দ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর