Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অহেতুক বিতর্কে মর্মাহত অক্ষয়


৪ মে ২০১৯ ১২:৫২

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বিতর্ক লেগেই আছে। এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের নাম। প্রশ্ন উঠেছে তার ভারতীয় নাগরিকত্ব নিয়েই।

লোকসভা নির্বাচনে অনেক বলিউড তারকা ভোট দিয়েছেন। সেসব ছবি সংবাদ মাধ্যমেও এসেছে। কিন্তু অক্ষয় কুমারকে ভোট দিতে দেখা যায়নি। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তার ভোট না দেওয়ায় যে সমালোচনা হচ্ছে তার উত্তরে কী বলবেন? উত্তরে অক্ষয় বলেছিলেন, ‘চলিয়ে বেটা’। ব্যাস, তারপর শুরু হয় তুমুল বিতর্ক।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে চুপ থাকতে চেয়েছিলেন অক্ষয়। যদিও শেষ পর্যন্ত তার পারলেন না। বিষয়টি নিয়ে শেষমেষ মুখ খুলতে বাধ্য হলেন। নিজের টুইটার হ্যান্ডেলে অক্ষয় আত্মপক্ষ সমর্থন করে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার নাগরিকত্ব নিয়ে অবাঞ্ছিত-নেতিবাচক মন্তব্যের কারণ বুঝতে পারছি না। কানাডার পাসপোর্ট থাকার কথা আমি কখনও অস্বীকার বা গোপন করিনি। সঙ্গে এটাও সত্যি যে, গত সাত বছরে আমি একবারও কানাডায় যাইনি। আমি ভারতেই কাজ করি এবং ভারতে সব ধরনের আয়কর প্রদান করি।’

দেশপ্রেম নিয়ে প্রশ্নের সম্মুখীন হওয়ায় নিজের হতাশার কথাও টুইট বার্তায় তুলে ধরেন অক্ষয়। তিনি বলেন, ‘এতগুলো বছর আমাকে কারও কাছে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু অহেতুক যেভাবে আমার নাগরিকত্ব প্রসঙ্গ বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, তাতে আমি মর্মাহত।’

ভারতের কল্যাণে অক্ষয় কুমার আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ভারতকে আরও শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম

অক্ষয় কুমার নাগরিকত্ব নির্বাচন বিতর্ক ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর