Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো হয়ে উঠছেন এটিএম শামসুজ্জামান


৩ মে ২০১৯ ১৪:৪২

শঙ্কা কেটে যাচ্ছে। উন্নতির দিকে অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা। খুলে দেয়া হয়েছে লাইফ সাপোর্ট। আপাতত লাইফ সাপোর্টের প্রয়োজন নেই বলে জানান এটিএম শামসুজ্জামানের তত্ত্বাবধানকারী চিকিৎসক ডা. রবিউল আলীম।

শুক্রবার (৩ মে) দুপুরে রাজাধানীর আজগর আলী হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. রবিউল আলীম। তিনি বলেন, ‘এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ (৩ মে) সকালে তার লাইফ সাপোর্ট খোলা হয়েছে। তবে আরও ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল তিনটার দিকে এ টি এম শামসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সে রাতেই লাইফ সাপোর্ট খুলে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে বুধবার (১ মে) চিকিৎসকরা জানান যে, নিউমোনিয়ার কারণে আরও তিনদিন এ টি এম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে রাখা হবে।

গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এ টি এম শামসুজ্জামান।

সারাবাংলা/আরএসও/পিএ

অসুস্থ এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্ট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর