Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাঙালিনী: এক জীবনে অনেক জীবন’


১ মে ২০১৯ ১৪:২৭

কেমন আছেন দেশিয় লোকগানের বিশিষ্ট শিল্পী কাঙালিনী সুফিয়া? তিনি কী সুস্থ হয়েছেন? আর্থিক সংকট কেটেছে? ভক্তমাত্রই এসব প্রশ্নের উত্তর জানতে চান। সংগ্রামী এই মানুষটির জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘কাঙালিনী: এক জীবনে অনেক জীবন’।

সোমেশ্বর অলির চিত্রনাট্য ও আল আমিন রংপুরিয়ানের পরিচালনায় ৩০ মিনিট ব্যাপ্তীর তথ্যচিত্রে উঠে এসেছে জীবন্ত কিংবদন্তি গায়িকা কাঙালিনী সুফিয়ার সংগ্রামী জীবনের অজানা গল্প।

বিজ্ঞাপন

তথ্যচিত্র সংশ্লিষ্টরা জানান, যার গান শুনে বিমোহিত কোটি কোটি শ্রোতা, স্ব-নামে যিনি এতো বিখ্যাত, সেই মানুষটির মনে কেন স্বস্তি নেই।

চিত্রনাট্যকার ও নির্মাতা বলেন, ‘আমরা শুধু জানি, আমাদের সময়ে, একই আলো বাতাসে বেঁচে থাকা এই মহীয়সী নারীর কাছে আমাদের অনেক ঋণ। কাঙালিনী সুফিয়ার এই তথ্যচিত্র কঠিন সময়েরই দগদগে এক প্রামাণ্য দলিল।’

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ‘কাঙালিনী: এক জীবনে অনেক জীবন’ তথ্যচিত্রটি উন্মুক্ত করা হয়েছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স অ্যাপগুলোতে। বাংলাঢোল প্রযোজিত তথ্যচিত্রটি দর্শকরা বিনামূল্যে দেখতে পাবেন এসব ভিডিও স্ট্রিমিং অ্যাপে।

সারাবাংলা/পিএ

কাঙালিনী সুফিয়া গান তথ্যচিত্র লোকসংগীত শিল্পী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর