লাইফ সাপোর্টে অভিনেতা এ টি এম শামসুজ্জামান
৩০ এপ্রিল ২০১৯ ১৮:৫৫ | আপডেট: ১ মে ২০১৯ ০০:১৭
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান (৭৮) লাইফ সাপোর্টে। আজ (৩০ এপ্রিল) বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ্ব সালেহ জামান সেলিম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।
সালেহ জামান সেলিম জানান, এ টি এম শাসুজ্জামানের শ্বাস নিতে কষ্ট হওয়ায় গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর আজ তিনটার দিকে ডাক্তাররা তাদের জানান এ টিএম শাসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা বেশি ভালো না।
গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাতে অসুস্থবোধ করলে এ টি এম শাসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরু থেকেই তিনি তিনি প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/পিএম