কার্তিকের সঙ্গে জ্যাকুলিনের রসায়ন
২৯ এপ্রিল ২০১৯ ১৫:০৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৫:১৪
কষ্টই পেয়েছিল কার্তিক আরিয়ান এবং জ্যাকুলিন ফার্নান্দেজের ভক্তরা। এই দুই অভিনয় শিল্পীর জুটি হয়ে কাজ করার কথা ছিল একটি রিমেক ছবিতে। কিন্তু ছবিটি আপাতত হচ্ছে না জেনে ভক্তদের এই কষ্ট।
তবে সেই কষ্ট থেকে পরিত্রানের একটা উপায় পাওয়া গেছে। যা কিনা কষ্টে থাকা ভক্তদের মুখে হাসি ফোটাতে পারে। কারণ আবারও কার্তিক আরিয়ান এবং জ্যাকুলিনের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ার জানাচ্ছে ‘চাশমে বাদ্দুর’ সিনেমার সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। আর সেই ছবিতে একসঙ্গে দেখা যাবে কার্তিক ও জ্যাকুলিনকে। এটাই হবে তাদের একসঙ্গে প্রথম কাজ।
জানা গেছে জ্যাকুলিন নাকি এরইমধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। অন্যদিকে কার্তিক এখন ব্যস্ত লাভ আজ কাল ছবির সিক্যুয়ালের শুটিংয়ে। জানা গেছে শুটিং থেকে ফিরেই প্রযোজকের সঙ্গে দেখা করবেন কার্তিক। ‘চাশমে বাদ্দুর’ ছবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে কার্তিক এই ছবির অংশ হওয়ার জন্য ব্যকুল হয়ে আছেন।
চাশমে বাদ্দুর ছবিটি কমেডি ঘরানার। ২০১৩ সালে মুক্তি পায় ছবির প্রথম কিস্তি। তাতে অভিনয় করেছিলেন তাপসি পান্নু, আলী যাফরসহ অনেকে।
সারাবাংলা/পিএ/পিএম