Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৌতুক অভিনেতা আনিস আর নেই


২৯ এপ্রিল ২০১৯ ০৯:৫৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৩:২৯

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই। রোববার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনের নিজ বাসায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি….রাজিউন)। অভিনেতা আনিসের বয়স হয়েছিল ৭৮ বছর। সারাবাংলাকে অভিনেতা আনিসের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন, তার জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল।

এদিকে অভিনেতা আনিসুর রহমানের মরদেহ বেলা ১১টায় এফডিসিতে (বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) নেয়ার কথা রয়েছে। সেখানে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের শ্রদ্ধার পাশাপাশি একটি জানাজা অনুষ্ঠিত হবে। সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

বিজ্ঞাপন

মিশা সওদাগর বলেন, ‘আনিস ভাইয়ের মরদেহ বএফডিসিতে আনা হবে এটা নিশ্চিত। কাল রাত থেকে আমি খোঁজ-খবর রাখছি। এফডিসিতে আনার বিষয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করেছি। পরিবার বিষয়টি নিয়ে প্রথমে সিদ্ধান্তহীনতায় ছিল।’

তিনি আরও বলেন, ‘আনিস ভাই আমাদের সিনেমার অত্যন্ত গুণী একজন শিল্পী। তার জানাজা এফিডিসিতে হবে না, এটাতো ভাবাই যায়না। আমি এক প্রকার জোর করে তার মরদেহ এফিডিসিতে আনার উদ্যোগ নিয়েছি। বলেছি এখানে একটি জানাজা পড়াতেই হবে।’

এদিকে পারিবারিক সূত্রে জানান গেছে, অভিনেতা আনিসকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস তার দীর্ঘ অভিনয় জীবনে প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়া অসংখ্য রেডিও ও টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

সারাবাংলা/আরএসও/এনএইচ/পিএম

অভিনেতা আনিস আনিস এফডিসি কৌতুক অভিনেতা জানাজা মরদেহ মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর