Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরতে চাইছেন সুস্মিতা


২৭ জানুয়ারি ২০১৮ ১৬:২৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৮:০৮

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বলিউডে শেষ তাকে দেখা গেছে ২০১০ সালে, নো প্রোবলেম সিনেমায়। সাত বছরের বিরতির পর আবারো বলিউডে ফিরতে চাইছেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক আর্ট ফাউন্ডেশনের অনুষ্ঠানে মেয়ে আলিশকে নিয়ে এসেছিলেন সুস্মিতা। সেখানে বলিউডে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

সুস্মিতা বলেন, ‘বছরের ছয় মাস সিনেমার জন্য ব্যয় করতে প্রস্তুত হয়েছি আমি। কিন্তু আমি প্রস্তুত হলে তো হবে না, আমার জন্য চিত্রনাট্যও প্রস্তুত হতে হবে।’

বলিউডে ফেরার জন্য দেড় বছর ধরে চিত্রনাট্য খুঁজছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে আসা ভক্তদের প্রশ্নের উত্তরে সুস্মিতা বলেন, ‘সিনেমা তারকা হিসেবে খ্যাতি পাওয়ার জন্য সিনেমায় আসছি না। এমন কিছু কাজ করতে চাই, যা মানুষের মনে থেকে যায়। কাজের মাধ্যমে দর্শকদের সঙ্গে যেন আমি সবসময় যোগাযোগ রাখতে পারি।’

অনুষ্ঠানে ‘পদ্মাবত’ নিয়েও কথা বলেন সাবেক মিস ইউনিভার্স। স্কুল বাসে হামলার নিন্দা করেন সুস্মিতা।

সারাবাংলা/পিএ

সুস্মিতা সেন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর