সাত বছর পর প্রযোজক-পরিবেশকদের নির্বাচন
২৭ এপ্রিল ২০১৯ ১৫:৪২ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৫:৫৮
অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তারিখ। শনিবার (২৭ এপ্রিল) ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ি আগামী ২৭ জুলাই (শনিবার) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন সমিতির অফিসের দায়িত্বে থাকা সৌমেন রায় বাবু।
সৌমেন রায় বাবু বলেন, ‘আজ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সদস্যদের নিয়ে গঠিত নির্বাচন কমিটি এই তফসিল ঘোষণা করেছেন।’
এদিকে চলচ্চিত্র প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলুও তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার কারণে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি অনেক বছর। এবার তারিখ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সব ধরনের জটিলতা কেটে গেলো।’
এর আগে ২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পর পর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না— এফবিসিসিআইর অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
তার রিটের প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর এখন পর্যন্ত সেই স্থগিতাদেশের জেরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম