Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রান্সজেন্ডার চরিত্রে অমিতাভ বচ্চন!


২৭ এপ্রিল ২০১৯ ১৪:৪২ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৪:৫১

অমিতাভ বচ্চন

দীর্ঘ ক্যারিয়ারে অমিতাভ বচ্চনকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক। কিন্তু এখনো নাকি অমিতাভের মনে হয় অনেক চরিত্রেই অভিনয় করা হয়নি। ফলে প্রতিনিয়ত নতুন চরিত্র খোঁজেন তিনি। প্রতিটি ছবিতে চরিত্র নিয়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন বলিউড বিগ বি। শোনা যাচ্ছে এবার সেরকমই এক চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে পর্দায় আসতে চলেছেন শাহেনশাহ। অভিনয় করছেন ট্রান্সজেন্ডারের চরিত্রে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর- তামিল অভিনেতা এবং পরিচালক রাঘব লরেন্সের বিখ্যাত ছবি ‘কাঞ্চনা’র রিমেক করছেন হিন্দিতে। মুম্বইয়ের একটি রিসোর্টে অক্ষয় কুমারকে নিয়ে শুটিং শুরু হয়েছে। সেখানেই এক ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ।

বিজ্ঞাপন

রাঘব এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘অক্ষয়ের সঙ্গে কাঞ্চনার হিন্দি রিমেক করার কথা অনেকদিন ধরে হচ্ছিল। শেষ পর্যন্ত সেটার কাজ শুরু হয়েছে। স্ক্রিপ্ট অনেক ইমপ্রুভ হয়েছে। বলিউড অডিয়েন্সের রুচির সঙ্গে অক্ষয়ের চরিত্র মানানসই।’

‘কাঞ্চনা’ একটি থ্রিলার ছবি। তামিলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। যদিও এ ছবিতে কাজ করার ব্যাপারে অমিতাভ এখনও প্রকাশ্যে কিছু জানাননি।

সারাবাংলা/পিএ/পিএম

অক্ষয় কুমার অমিতাভ বচ্চন বলিউড সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর