Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু ঢাকা ও চট্টগ্রামে প্রদর্শিত হচ্ছে ‘আলফা’


২৬ এপ্রিল ২০১৯ ১৮:৪০

‘আলফা’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

শুক্রবার (২৬ এপ্রিল) মুক্তি পেয়েছে সিনেমা ‘আলফা’। ছবিটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ছবিটি মুক্তি পেয়েছে দেশের চারটি প্রেক্ষাগৃহে।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সীমান্ত সম্ভার, শ্যামলী সিনেমাস এবং চট্টগ্রামের প্লাটিনামে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত তৃতীয় সিনেমা। ছবিরি কাহিনী, চিত্রনাট্যও করেছেন তিনি।

বিজ্ঞাপন

কখনো কঠিন, আবার কখনো খারাপ বাস্তবতায় ঠাঁসা জীবনের নানা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে ছবিতে। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে যেতেও দেখা যাবে ‘আলফা’র গল্পে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রশিল্পী আলমগীর কবীর, অভিনেত্রী দোয়েল ম্যাশ ও মুস্তাফিজ নুর ইমরান। আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এর আগে ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’ ছবি দুটি নির্মাণ করেছেন।

সারাবাংলা/পিএ

আলফা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর