অ্যাভেঞ্জার্স এন্ডগেম: প্রতি ১৮ সেকেন্ডে একটি অগ্রিম টিকিট
২৬ এপ্রিল ২০১৯ ১৬:১৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৮:০৯
মার্ভেলের অ্যাভেঞ্জার্স সিরিজের ২২তম চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটির চাহিদা এতটাই বেশি এবার যে, ভারতের কিছু সিনেমা হলে প্রতি ঘণ্টায় এই সিনেমার একটা করে শো রাখার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ‘বুক মাই শো’ প্রতিষ্ঠান। প্রতি ১৮ সেকেণ্ডে একটা করে টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে তারা।
বিদেশি চলচ্চিত্রের মধ্যে যে ছবিগুলো নিয়ে ভারতের দর্শকরা সবচেয়ে বেশি উন্মাদনা দেখিয়েছে তার মধ্যে অ্যাভেঞ্জারস: এন্ডগেম রয়েছে সবচেয়ে শীর্ষে, দাবি করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। বিদেশি চলচ্চিত্র হিসেবে ভারতীয় বক্স অফিসের রেকর্ড ভাঙতে চলেছে এন্ডগেম। এখন পর্যন্ত ২৫ লাখ টাকার কেবল অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ২০১৭ সালের ভারতীয় চলচ্চিত্র ‘বাহুবলী ২’ এর রেকর্ড ভেঙে ফেলতে চলেছে বলেই মনে করছেন সকলে। বাহুবলীর দ্বিতীয় কিস্তির জন্য ৩.৩ মিলিয়ন অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল এবং সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে বিশ্বব্যাপী ১৫৬ মিলিয়ন ডলার আয় করে এই সিনেমা।
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম বুধবার (২৪ এপ্রিল) এশিয়া ও ইউরোপের কিছু অংশে মুক্তি পেয়েছে এবং শুক্রবার (২৬ এপ্রিল) ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় মুক্তি পেয়েছে।
এই চলচ্চিত্রটি সমগ্র ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা বলেছেন যে, মুক্তির প্রথম সপ্তাহেই তিন ঘণ্টার এই সিনেমা ইতিহাসে প্রথম বিলিয়ন ডলার উপার্জনকারী সিনেমায় পরিণত হতে পারে। খবর এনডিটিভি’র।
মুম্বাইয়ের বাণিজ্য বিশ্লেষক অক্ষয় রাঠী এএফপিকে বলেন, ‘অ্যাভেঞ্জার্সের প্রত্যাশা অত্যন্ত বেশি এবং এটি ভারতে অভূতপূর্ব রেকর্ড করতে চলেছে।’ তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্রের যা উন্মাদনা তা বাহুবলী ২ এর সমান এবং এটি অন্যান্য হলিউড ও বলিউড চলচ্চিত্রের রেকর্ডগুলি ভাঙবেই।’
বাংলাদেশেও ছবিটি মুক্তি পেয়ছে ২৫ এপ্রিল। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে এবং ব্লকবাস্টার সিনেমাসে চলছে ছবিটি। এসব জায়গাতেও ছবিটি দেখতে হুমরি খেয়ে পড়ছে। স্টার সিনেপ্লেক্সে ছবিটির ২৮ এপ্রিল পর্যন্ত সব শো-এর অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সারাবাংলা/পিএ