বাপ্পার সুরে নতুন অ্যালবাম
২৭ জানুয়ারি ২০১৮ ১২:৫৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৩:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
কোনো সিডি প্রকাশ হচ্ছে না, অনলাইন আর মুঠোফোন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবায় পাওয়া যাবে গানগুলো। তবে বাপ্পা মজুমদারের কণ্ঠে কোনো গান শুনতে পাবেন না শ্রেতারা। শখ মেটাতে হবে তার সুর ও সঙ্গীতায়োজন শুনে।
গান গেয়েছেন নবীন কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত। অ্যালবামের নাম নাম ‘দেয়াল কাহিনী’। এটি তার ষষ্ঠ একক অ্যালবাম। এতে গান রয়েছে ৬টি, সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
গান ও অ্যালবাম নিয়ে হৈমন্তীর বক্তব্য, ‘একজন শুদ্ধ সংগীতশিল্পী হতে সবার সহযোগিতা চাই। দেয়াল কাহিনী অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক।’
‘হৈমন্তী ভালো গায়। এই অ্যালবামে শ্রোতারা তার প্রমাণ পাবেন।’ হৈমন্তীকে শুভ কামনা জানিয়ে বলেন বাপ্পা মজুমদার।
অ্যালবামটি অনলাইনে প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। সোমবার (২৯ জানুয়ারি) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘দেয়াল কাহিনী’। সবগুলো গান শুনতে পাওয়া যাবে ডিএমএস’র ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
সারাবাংলা/পিএ