Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগের শেষ ছবি আলফা


২৫ এপ্রিল ২০১৯ ১৬:২৬

দিনকে দিন দেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সংখ্যা কমছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। যার বেশিরভাগ ছিল মানহীন। একটি বা দুটি ছবি আলোচনায় ছিল। তবে দর্শক টানতে পারেনি সেসব ছবি।

এদিকে রমজান মাস আসন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে এ সময় নতুন কোনো ছবি মুক্তি পায় না। বেশিরভাগ সিনেমা হল বন্ধ রাখা হয়। কিছু কিছু সিনেমা হল খোলা থাকলেও তাতে পুরনো ছবি দেখানো হয়।

বিজ্ঞাপন

রমজান শুরুর আগে নতুন ছবি মুক্তির জন্য  শুক্রবার আছে একটি। আগামীকাল (২৬ এপ্রিল) সেই শুক্রবারে ছবি মুক্তি পাচ্ছে একটি। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত  ‘আলফা’ ছবি মুক্তি পাবে আগামীকাল। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ছবি হওয়ায় ছবিটি নিয়ে আলোচনা আছে।

এদিকে ছবি মুক্তি কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘সিনেমা হলে সিনেমা নেই। কিভাবে চলবে সিনেমা হলগুলো? দেশের সিনেমা নেই, বিদেশী সিনেমা আনতে গেলে বাঁধা। এভাবে তো চলতে পারে না। এখন পর্যন্ত যে কটি ছবি মুক্তি পেয়েছে তা দিয়ে সিনেমা হল টিকিয়ে রাখা সম্ভব না। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। এখন দেখা যাক কি হয়!’

সারাবাংলা/আরএসও/পিএম

আলফা ইফতেখার উদ্দিন নওশাদ মুক্তি সিনেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর