Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলা নিয়ে দেবলীনার গান


২৭ জানুয়ারি ২০১৮ ১১:৪৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৩:০২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

অমর একুশে বইমেলা নিয়ে গান গাইলেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী দেবলীনা সুর। গানটিতে তার সঙ্গে কন্ঠ মিলিয়েছেন ভারতের রণজয় ভট্টাচার্য। ‘গানওয়ালা’র ব্যানারে নির্মাণ হচ্ছে গানটি। সুমন সাহার কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রণজয়।

রণজয় মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন। দেবলীনা সুরের পরবর্তী রবীন্দ্র সংগীত অ্যালবামের জন্য সংগীতায়োজন করছেন তিনি। এর ফাঁকেই রণজয় ও দেবলীনাকে বইমেলা নিয়ে গান করার পরামর্শ দেন গীতিকার সুমন সাহা। তার পরামর্শেই বইমেলা নিয়ে গানটির কাজ শুরু করেন রণজয়। গানে কণ্ঠ দেয়ার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের ঘঁষা-মাজা।

গানটি প্রসঙ্গে সারাবাংলাকে দেবলীনা বলেন, ‘গানটি নিয়ে আমরা খুব আশাবাদী। আগে কখনো অমর একুশে বইমেলা নিয়ে গান হয়নি। এ কারণেই গানটি গাওয়া। রণজয়, সুমন আর আমি মিলে শ্রোতাদের ভালো একটা উপহার দেয়ার চেষ্টা করছি।’

আগামী সপ্তাহে ‘গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। অমর একুশে গ্রন্থমেলা নিয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ গান।

ছবি: নূর

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর