Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাভেঞ্জার্স রহস্যের জট খুলবে বাংলাদেশেও


২৪ এপ্রিল ২০১৯ ০০:৫০

বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক নাম অ্যাভেঞ্জার্স। সিরিজের সবশেষ ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর পর দর্শকদের কৌতুহল এখন আকাশছোঁয়া। ভক্তরা অপেক্ষা করছেন নতুন পর্বের জন্য। সেই অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই। ২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।

বিজ্ঞাপন

আগের ছবিতে সমাধান না হওয়া রহস্যের জট খুলবে এ ছবিতে। তাই আগের ছবি যারা দেখেছেন এ ছবির জন্য তাদের আগ্রহটা একটু বেশিই। থানোসকে কে মারবে? এই প্রশ্নের উত্তর মিলবে ছবিটিতে। আয়রনম্যানের ক্যারিশমা দেখার অপেক্ষাতেও আছেন অনেকে। থানোসকে ঠেকানোর দায়িত্ব যে তার কাঁধে। বলা হচ্ছে এটিই হবে এই সিরিজের সর্বশেষ ছবি।

জমজমাট এক সিনেমার আভাস মিললো ট্রেলারেই। দেখা যায়, মহাকাশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আয়রনম্যান। ক্যাপ্টেন আমেরিকা ও ওয়ান্ডার উইমেন নিরাশ। ট্রমাতে ভুগছেন থর। তবে কী এবার শেষ হয়ে যাবে অ্যাভেঞ্জার্স? আবার মাঠে নামবে থর, ক্যাপ্টেন আমেরিকা, ওয়ান্ডার উইমেনরা? এমনই কৌতুহল জন্ম দিয়েছে ছবিটির ট্রেলার।

আগের ছবির মত এ ছবিতেও পরিচালনায় থাকছেন অ্যান্থনি রুশো ও জো রুশো। তবে আগের ছবির শেষে অনেক সুপারহিরোকেই দেখা গেছে ছাই হয়ে উড়ে যেতে। তাহলে এবারের পর্বে কোন কোন সুপারহিরো থাকবেন? এ প্রশ্নের জবাব মিলেছে এরইমধ্যে প্রকাশিত পোস্টারে।

ছবিটি নিয়ে দর্শকদের তুমুল আগ্রহের প্রমাণ মিলেছে ইতোমধ্যে। টিকেট বিক্রিতে ‘ইনফিনিটি ওয়ার’কে ছাড়িয়ে গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ধারণা করা হচ্ছে আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে এ ছবি। অন্তত টিকেট বিক্রির হিসেবে সেটাই মনে হচ্ছে এখন পর্যন্ত।

ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। বক্স অফিস অ্যানালাইসিস্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহে শুধু আমেরিকাতে ৩০০ মিলিয়ন ডলার আয় করতে পারে ছবিটি।

‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’–এ থাকছেন আয়রন ম্যান বা টনি স্টার্ক (রবার্ট ডাওনি জুনিয়র), থর (ক্রিস হেমসওয়ার্থ), হাল্ক বা ব্রুস বানার (মার্ক রুফালো), ক্যাপ্টেন মারভেল বা ক্যারল ডেনভার্স (ব্রি লার্সন), ব্ল্যাক প্যান্থারের সেনাপতি ‘ওকোয়োই’ (ডানাই গুরিরা), ক্যাপ্টেন আমেরিকা বা স্টিভ রজার্স (ক্রিস ইভান্স), ব্ল্যাক ইউডো বা নাতাশা রোম্যানফ (স্কারলেট জনসন), ওয়ার মেশিন বা জেমস রডিস (ডন চিডেল), অ্যান্ট ম্যান বা স্কট ল্যাং (পল রুড), নেবুলা (ক্যারেন গিলান), হাওকি বা ক্লাইন্ট বার্টন (জার্মি রেনার) এবং দেখা যাবে রকেট র‌্যকন নামের সেই ইঁদুরকে। এই চরিত্রের জন্য কণ্ঠ দেন ব্র্যাডলি কুপার।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

অ্যাভেঞ্জার্স: এন্ডগেম স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর