অনিশ্চয়তা কাটিয়ে ঈদে আসছে ‘নোলক’
২৩ এপ্রিল ২০১৯ ১৬:৪৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৬:৪৭
সেন্সর ছাড়পত্র পেতে চলেছে আলোচিত সমালোচিত ছবি ‘নোলক’। তবে এর সঙ্গে একটা কিন্তু যুক্ত আছে। জানা গেছে, দুটি সংশোধন আনতে হবে ছবিটিকে। তাহলে মিলবে ছাড়পত্র। সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর।
তিনি বলেন, ‘এখনো “নোলক” সেন্সর সার্টিফিকেট পায়নি। আমরা ছবিটি দেখেছি। দেখার পর দুটি সামান্য অসংগতি ধরেছি। যা সংশোধন করতে প্রযোজককে চিঠি দিয়েছি। সংশোধনের পরই ছবিটি ছাড়পত্র পাবে। তবে দু-একদিনের ভেতর আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পেয়ে যাবে।’
এদিকে ছবির প্রযোজক সাকিব সনেট বলছেন ‘নোলক’ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটি আনকাট সেন্সর দিয়েছে। ছবিতে পরিচালক হিসেবে আমার নামই থাকছে। ছবি সেন্সরে জমা দেয়ার আগে এফডিসি থেকে প্রাপ্ত এনওসি’তে পরিচালক হিসেবে আমার নামই ছিল।’
সাকিব সনেটের মতে, এর মাধ্যমে নোলক ছবি নিয়ে সব জটিলতা কেটে গেলো। এর ফলে মানুষের প্রতীক্ষার অবসান হলো। ছবিটি সারাদেশে সাড়া ফেলবে।
‘নোলক’ ছবির পরিচালক নিয়ে দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে। প্রথমে পরিচালক রাশেদ রাহা ছবিটির শুটিং শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে প্রযোজক সাকিব সনেট রাশেদ রাহার কাছ থেকে পরিচালকের চেয়ার সরিয়ে নেন। নিজেই বসে যান সেই চেয়ারে।
ফলে ছবি ফিরে পেতে পরিচালক সমিতিতে ধরনা ধরতে শুরু করেন রাহা। পরিচালক সমিতি বিষয়টি নিয়ে সাকিব সনেট আর রাশেদ রাহার সাথে আলোচনা করলেও কোন সুরাহা হয়নি। এমনকি আদালত অবদি গড়ায়। তাতেও ছবির পরিচালনার স্বত্ব ফিরে পাননি রাশেদ রাহা।
পরিচালক সংক্রান্ত এই দ্বন্দ্বে সেন্সর বোর্ডের করণীয় আছে কিনা জানতে চাইলে মো. নিজামুল কবীল বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। সেন্সরে ছবি জমা দেয় পরিচালক। আমরা শুধু দেখি প্রযোজক সেন্সরের শর্তাবলি মেনেছেন কিনা! যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ছাড়পত্র দিয়ে দেই। আর পরিচালক নিয়ে যদি জটিলতা হয় সেটা বাইরে তারা নিজেরাই বুঝবেন।’
‘নোলক’ ছাড়পত্র পেতে চলেছে, খবরটি ইতোমধ্যে কানে পৌঁছেছে রাশেদ রাহার। এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি । তবে ছবির অধিকার আমি ছাড়বো না। এটা তো আমার ছবি। তবে কি পদক্ষেপ নেবো সেটা এখেই বলতে পারছি না।’
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘নোলক’। ছবিতে জুটি বেঁধেছেন শাকিব খান ও ববি। এছাড়া অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, রজতাভ দত্তসহ আরও অনেকে।
সারাবাংলা/আরএসও/পিএম