Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্প কথায় শাহরুখ খানের ‘ভারত’ বন্দনা


২৩ এপ্রিল ২০১৯ ১৫:৩৯

সোশ্যাল মিডিয়া এখন সালমান খানের দখলে। মাত্রই মুক্তি পেয়েছে বহুলপ্রতীক্ষিত ‘ভারত’ ছবির ট্রেইলার। মুক্তির সাথে সাথে সাড়া পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অলিগলিতে। সবার মুখে কেবল সালমান বন্দনা। যদিও আগে থেকে অনেকটা ধারণা করা গেছিল যে, ‘ভারত’ ছবি হইচই ফেলকে। অবশেষে ট্রেইলার তার প্রমাণ দিলো।

এদিকে বন্ধু সালমানের ছবির ট্রেইলার দেখে মুখ খুলেছেন শাহরুখ খান। ট্রেইলার দেখে তিনি মুগ্ধ। নিজের টুইটার হ্যান্ডেলে শাহরুখ নিজের সেই মুগ্ধতা প্রকাশ করেছেন। তবে খুব বেশি বাক্য ব্যয় করেননি। শুধু লিখেছেন, ক্যায়া বাত হ্যায় ভাই, বহুত খুব’। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘কি ব্যাপার ভাই! দারুণ হয়েছে।’

বিজ্ঞাপন

প্রশংসার বাক্য অল্প হলেও এর গভীরতা অনেক। কখনো কখনো অল্প কথায় মনের অনেক কথা বলা যায়। সালমান খানও হয়তো শাহরুখ খানের অল্প কথার গভীরতা বুঝে নিয়েছেন।

সালমান খান ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা সবারই জানা। সময় পেলেই তারা একসাথে সময় কাটান। আড্ডা দেন। আবার মাঝে মাঝে সাইকেল নিয়ে দুই বন্ধু বেরিয়েও পড়েন রাস্তায়। যদিও মাঝে সে বন্ধুত্বে ফাটলও ধরেছিলো। কিন্তু সেসব এখন অতীত।

‘ভারত’ ছবি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। জনপ্রিয় কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে ‘ভারত’। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভার। চলতি বছর ৫ জুন মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/আরএসও/পিএম

ক্যাটরিনা কাইফ দিশা পাটানি শাহরুখ খান সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর