Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয় বছর পর নতুন ছবিতে অক্ষয়-ক্যাট


২২ এপ্রিল ২০১৯ ১৬:১৬

অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ও মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘তিস মার খান’। ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। তারপর আর দেখা যায়নি অক্ষয়-ক্যাটরিনার রসায়ন।

নয় বছর পর অর্থাৎ চলতি বছর আবারও একসঙ্গে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবির নাম ‘সূর্যবংশী’। ছবিটি পরিচালনা করবেন রোহিত শেট্টি। কপ থ্রিলার ঘরানার সিনেমা হবে এটি। অক্ষয় কুমার অভিনয় করবেন পুলিশ অফিসারের চরিত্রে।

ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন। ২০২০ সালে ছবিটি মুক্তির পরিকল্পনা তাদের।

অক্ষয় কুমার তার টুইটারে একটি ছবি প্রকাশ করার মাধ্যমে এ খবর জানিয়েছেন। ছবিতে অক্ষয়, ক্যাটরিনা, পরিচালক রোহিত শেট্টির সঙ্গে রয়েছেন প্রযোজক করণ জোহর।

ছবির সঙ্গে যুক্ত হয়ার জন্য অক্ষয় শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাকে। তিনি লিখেছেন- আমাদের কপ ইউনিভার্সে যুক্ত হওয়ার জন্য তোমাকে স্বাগত। ক্যাটরিনা কাইফ আমাদের সূর্যবংশী কন্যা।

ক্যাটরিনা ইনস্টাগ্রামে জানিয়েছেন তার ভালোলাগার কথা। তিনি লিখেছেন- অনেক বছর পর অক্ষয়ের জুটি বেঁধে ভালো লাগছে।

এর আগে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ জুটি বেধে অভিনয় করেছেন ‘হামকো দিওয়ানা কারগ্যায়ে’, ‘নমস্তে লন্ডন’ , ‘সিং ইজ কিং’ ছবিগুলোতে।

সারাবাংলা/পিএ

অক্ষয় কুমার করণ জোহর ক্যাটরিনা কাইফ রোহিত শেট্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর