Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে মারাত্মক আহত ভিকি কৌশল


২০ এপ্রিল ২০১৯ ১৪:১৫

বর্তমানে বলিউডের আকাঙ্খিত তারকাদের একজন ভিকি কৌশল। নিজের সর্বশেষ ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ দিয়ে বক্স অফিস মাত করেছেন ভিকি। তারপর থেকেই ভিকির প্রতি আগ্রহ বাড়ে দর্শকদের। কিন্তু ভিকি ভক্ত এবং সিনেমাপ্রেমীদের দুঃসংবাদই দিতে হচ্ছে।

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। পরিচালক ভানু প্রতাপ সিংহের ছবির শুটিংয়ে গুজরাটে ছিলেন ভিকি। ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনায় গালের হাড় ভেঙে যায় তার। ১৩টি সেলাই পড়েছে অভিনেতার গালে। খবর ভারতীয় গণমাধ্যমের।

বিজ্ঞাপন

ভিকির দুর্ঘটনার খবর জানিয়েছেন সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ। গত পাচ দিন ধরে গুজরাটে শুটিং করছিলেন ভিকি। দুর্ঘটনা ঘটে গত শুক্রবার। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, শুটিং চলাকালীন সেটের একটি ভারী দরজা ভেঙে পড়ে ভিকির ওপর। দুর্ঘটনার পর দ্রুতিই তাকে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবারই মুম্বাইতে নিয়ে আসা হয়েছে ভিকিকে।

দুর্ঘটনার কারণে আপাতত ভানু প্রতাপ সিংহের ছবির ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেলো। এছাড়া ভিকির হাতে আছে করণ জোহরের ‘তখত’ ছবির কাজ।

সারাবাংলা/পিএম

১৩ টি সেলাই আহত করণ জোহর গুরুতর আহত তরণ আদর্শ ভিকি কৌশল মুম্বাই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর