Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহুবলির রেকর্ড ভাঙলো ‘পদ্মাবত’


২৬ জানুয়ারি ২০১৮ ১৭:৪০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১১:৫৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক

অনেক বিতর্ক জ্বালাও-পোড়াও, প্রতিবাদ-প্রতিরোধের মুখেও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘পদ্মাবত’। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতায়, ভারত ও বাইরের দেশে ছবিটি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)।

সিনেমা মুক্তির পর থেকেই পোস্টার পুড়িয়ে, গাড়ি জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে কারনি সেনা। সঞ্জয় লিলা বানসালি, দীপিকা পাডুকনকে দেয়া হয়েছে জীবন নাশের হুমকি।

কিন্তু আশ্চর্যজনকভাবে এত ঝামেলার মধ্যেও রেকর্ড করে বসেছে সিনেমা ‘পদ্মাবত’। যেন-তেন রেকর্ড না, আয়ের রেকর্ড।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ‘মুক্তির প্রথম দিনই প্রভাসের বাহুবলী টু-এর রেকর্ড ভেঙে দিয়েছে পদ্মাবত। প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে তুমুল ব্যবসা শুরু করেছে বানসালির সেনেমা।’

তরণের টুইট অনুযায়ী, ‘পদ্মাবত’ প্রথম দিনে অস্ট্রেলিয়ায় ১.৮৮ কোটি রুপির ব্যবসা করেছে। নিউজিল্যান্ডে করেছে ২৯.৯৯ লাখের ব্যবসা। পাশাপাশি ইউকে-তে এই সিনেমা ব্যবসা করেছে ৮৮.০৮ লাখ। যা ‘বাহুবলি টু’ এবং আমির খানের ‘দঙ্গল’ এর তুলনায় অনেক বেশি।

এত বাধার মধ্যে বক্স অফিসে ভালো ইঙ্গিত দিচ্ছে ‘পদ্মাবত’।

সারাবাংলা/পিএ

পদ্মাবত বাহুবলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর