জয়ললিতার বায়োপিক ছেড়ে দেওয়ার কারণ জানালেন বিদ্যা
১৯ এপ্রিল ২০১৯ ১৫:০৫ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৫:২৩
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল বিদ্যা বালানকে। কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে সে প্রস্তাব ফিরিয়ে দেন। ঠিক কি কারণে বিদ্যা এমন একটি লোভনীয় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সেটা জানা যায়নি! তবে অনেকে অনেক রকমভাবে কারণ বের করে নিয়েছেন।
তবে এবার বিদ্যা বালান নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলকে বিদ্যা বলেন, ‘হ্যাঁ, আমার কাছে জয়ললিতার বায়োপিকে অভিনয় করার প্রস্তাব এসেছিল। আমি সেই প্রস্তাবকে স্বাভাবিকভাবেই ফিরিয়ে দিয়েছি। কারণ, আমি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ। এমন অবস্থায় আমি অন্য কোন বায়োপিকে অভিনয় করতে পারি না। আমার কাছে এই মুহূর্তে একটি বায়োপিক অভিনয় করাই যথেষ্ট।’
মূলত ইন্দিরা গান্ধীর জীবনের আলোকে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে বিদ্যা এর আগে বলেছিলেন, ‘ইন্দিরা গান্ধীর জীবনী চলচ্চিত্রের জন্য আদর্শ উপাদান। সে কারণে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আমি এখন এটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
সাগরিকা ঘোষের ‘ইন্দিরা: ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ অবলম্বনে ওয়েব সিরিজটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা। কবে নাগাদ ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে সেটা জানা যায়নি!
সারাবাংলা/আরএসও