Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমি’র ‘না বলা ইচ্ছেরা’


১৫ এপ্রিল ২০১৯ ১৩:৩৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৩:৪৩

জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ভারতের ইনরেকো’র ব্যানারে প্রকাশিত হল কণ্ঠশিল্পী শাহনাজ রহমান সুমির একক অ্যালবাম ‘না বলা ইচ্ছেরা’। ১২ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যাবস্থাপনা পরিচালক মিডিয়া ব্যাক্তিত্ত্ব শাইখ সিরাজ, নজরুল সংগীত শিল্পী সুজিত মুস্তাফা, সালাউদ্দীন আহমদ, সংগীত শিল্পী তপন চৌধুরী, নাট্য অভিনেতা মানস বন্দোপাধ্যায় ও শিল্পী সুমিসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী স্ব-কণ্ঠে অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন।

‘না বলা ইচ্ছেরা’ অ্যালবামটি শিল্পী সুমির একক আধুনিক গানের অ্যালবাম। এটি তার প্রথম অ্যালবাম। এর সংগীতায়োজন করেছেন কলকাতার উদয় বন্দোপাধ্যায়। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে।

মাত্র পাঁচ বছর বয়সে প্রথম বাংলাদেশ বেতারে গান শুরু করেন সুমি। পুরষ্কৃত হন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায়। নিয়মিত উচ্চাঙ্গ সংগীতেও দখল রয়েছে তার। অল ইন্ডিয়া ক্লাসিক্যাল মিউজিক কম্পিটিশনে বিচারকের  দায়িত্ব পালন করছেন গত তিন বছর ধরে।

সারাবাংলা/পিএ

আধুনিক গান গান শাহনাজ রহমান সুমি