Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখ কাটবে কাল বৈশাখীর মতো: নুসরাত ফারিয়া


১৩ এপ্রিল ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৭:১২

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ব্যস্ত এখন শুটিংয়ে। কলকাতায় অনেকদিন ধরেই শুটিংয়ে করছেন তিনি। ছবির নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার এই ছবিতে অভিনয়ের জন্য ২৬ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন এই নায়িকা।

ইংরেজী সনের ১৪ এপ্রিল বাংলা সনের পয়লা বৈশাখ। বাংলা নতুন সন ১৪২৬-এর প্রথম দিন। মনে হচ্ছিল এই দিনেও শুটিংয়ে দেশের বাইরেই থাকবেন তিনি। তাহলে হয়ত কলকাতাতেই বৈশাখ কাটাবেন নায়িকা। কিন্তু না, জানা গেল, বৈশাখের দিনে দেশে থাকবেন নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপন

তবে এই থাকাকে ঠিক থাকা বলা যায় কিনা সেটা একটা প্রশ্ন। বৈশাখ উপলক্ষে ফরিদপুরে একটি স্টেশ শো-তে অংশ নিতে দেশে আসবেন তিনি। ১৪ এপ্রিল দেশে আসবেন, স্টেজ-শো করবেন, শেষ করেই চলে যাবেন। যাকে বলে ঝটিকা সফর।

‘বৈশাখে আমি ফরিদপুরে থাকব। সেখানে একটা বড় শো আছে। সেটা শেষ করেই আমার কলকাতা। আবার শুটিং।’ কলকাতা থেকে জানালেন নুসরাত ফারিয়া। এই সফরে তিনি তার পরিবার বা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন কি না সেটাও জানেন না নায়িকা।

‘হতেও পারে, নাও হতে পারে’-এভাবেই সম্ভাবনার ওপর ছেড়ে দিলেন বাংলা সনের প্রথম দিনের ভাগ্য।

কলকাতায় শুটিং তো চলছেই। সঙ্গে ১০ এপ্রিল নুসরাত ফারিয়া গিয়েছিলেন দিল্লি। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। শুটিং, অন্যান্য অনুষ্ঠান, বৈশাখের স্টেজ শো আবার শুটিং-সব কিছু মিলিয়ে বৈশাখের সময়টা কালবৈশাখের মতোই কাটছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার।

সারাবাংলা/পিএ/পিএম    

নুসরাত ফারিয়া বিবাহ অভিযান বৈশাখ শুটিং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর