Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ক চলচ্চিত্র উৎসবে দেশের পাঁচ ছবি


১৩ এপ্রিল ২০১৯ ১৬:২৫

শ্রীলংকার কলম্বোতে শুরু হচ্ছে নবম সার্ক চলচ্চিত্র উৎসব। আগামী ৭ মে থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব।

এবারের উৎসবে বাংলাদেশ থেকে প্রদর্শিত হবে ৫টি ছবি। ছবিগুলো হচ্ছে—নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। এটি প্রতিযোগিতার মাস্টার বিভাগে প্রদর্শিত হবে। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ এবং নুর ইমরান মিঠুর ‘কমলা রকেট’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিযোগিতায় দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নিচ্ছে। একটি নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি, অন্যটি চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় চলচ্চিত্রগুলো প্রদর্শনের জন্য নির্বাচিত করেছে।

কলম্বোতে অবস্থিত ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের দ্য সিনেমা হলে প্রদর্শিত হবে ছবিগুলো। সার্ক কালচারাল সেন্টার থেকে সংবাদটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশী পরামর্শক ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ।

সারাবাংলা/আরএসও/পিএম

কলম্বো শ্রীলংকা সার্ক চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর