Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাবত’ মুক্তির দিনে যা ঘটলো


২৫ জানুয়ারি ২০১৮ ১৮:২০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

তীব্র প্রতিবাদের মুখে ২০১৭ সালে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পদ্মাবত’ শেষমেশ মুক্তি পেলো আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)। সিনেমাটি যেন আলোর মুখ না দেখে, সেজন্য শুটিংস্পট থেকেই প্রতিবাদ করে আসছে রাজপুত জাতিগোষ্টি ও কারনি সেনা।

মুক্তির দিনেও চলছে সেই প্রতিবাদ-প্রতিরোধ। বুধবার (২৪ জানুয়ারি) থেকেই শুরু হয়েছে জ্বালাও পোরাও। বৃহস্পতিবার তো হারিয়ানার এক স্কুল বাসেই আগুন দিয়ে বসেছে প্রতিবাদিরা। এর প্রেক্ষিতে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

প্রায় সব জায়গার সিনেমাহলের সামনেই পুলিশ নিয়েছে কড়া অবস্থান। এর মধ্যেই নালন্দা ও বিহার জেলায় সিনেমা হলে হামলা করেছে বিরোধীরা।

রাজস্থান, গুজরাট, মধ্য-প্রদেশ ও গোয়ার সিনেপ্লেক্স মালিকসহ মাল্টিপ্লেক্সের ৭৫ শতাংশ সদস্যরাই তাদের প্রেক্ষাগৃহ বন্ধ রেখেছেন।

বিভিন্ন সড়ক ও প্রেক্ষাগৃহের সামনেই শুধু না, হলের ভিতরেও ঢুকে তল্লাশী চালাচ্ছেন পুলশ সদস্যরা। এমন অবস্থায় আতঙ্কে প্রেক্ষাগৃহে আসছেন না দর্শকরা।

সারাবাংলা/পিএ

 

পদ্মাবত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর