Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামলেন তারকারা


১৩ এপ্রিল ২০১৯ ১৪:০৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৪:২৭

কোনো কেনো মৃত্যু মানুষকে চোখের জলে ভাসায়। প্রতিবাদী করে তোলে। সেই প্রতিবাদ একটা পর্যায়ে এতটা উত্তাল হয়ে ওঠে যে, মানুষকে রাস্তায় নামায় বিচারের দাবিতে। তেমনি মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মর্মান্তিক মৃত্যু সবশ্রেণীর মানুষকে বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করেছে।

সাধারণ মানুষ যেখানে বিচারের দাবিতে সরগরম হয়েছেন, সেখানে চলচ্চিত্রের মানুষেরা তো চুপ থাকতে পারে না। চুপ থাকতে পারেননি তারা। নেমে পড়েছেন রাস্তায়।

বিজ্ঞাপন

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর সামনে নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন চলচ্চিত্রকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নায়ক আলমগীর, রিয়াজ, আলীরাজ, রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু, গীতিকার কবীর রকুলসহ আরও অনেকে।

এসময় প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করেন। সেই সাথে মানববন্ধনে নুসরাত হত্যার বিচার চেয়ে লেখা প্ল্যাকার্ড হাতে ছিল তাদের।

এসময় মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘অবিলম্বে নুসরাতের হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।’

এর আগে গত ৬ এপ্রিল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

সারাবাংলা/আরএসও/পিএম

চলচ্চিত্রকর্মী নুসরাত হত্যা মানববন্ধন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর