Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অফস্ক্রিনে কিভাবে ট্রিট করা হচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ’


১২ এপ্রিল ২০১৯ ১৪:১৬ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৪:১৮

সাদিয়া শাবনাজ ইমি। ছবি: আশীষ সেনগুপ্ত

মডেলিংয়ে সাদিয়া শাবনাজ ইমি দ্যুতি ছড়াচ্ছেন অনেক অগে থেকে। র‌্যাম্প মডেলিংয়ে তিনি নিজের স্বকীয় একটি অবস্থান তৈরী করে নিয়েছেন। গ্ল্যামার দুনিয়ায় ইমি দাপিয়ে বেড়ালেও তাকে কখনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। যদিও তার কাছে ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে অনেক। কিন্তু সেগুলোর গল্প, চরিত্র পছন্দ না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিনয়ের সঙ্গে।

তবে এবার আর প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি। যার কারণে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন ইমি। শবনম ফেরদৌসি পরিচালিত ‘আজব কারখানা’ ছবিতে তিনি অভিনয় করছেন। আর প্রথম ছবিতে তিনি জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোঁরায় সিনেমায় প্রথমবারের মতো অভিনয় প্রসঙ্গে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হন ইমি। সেখানে তিনি বলেন, ‘আমার কাছে অনেক আগে থেকে ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। কিন্তু আমি বুঝেশুনে এগোতে চাই বলে এতোদিন ছবিতে অভিনয় করিনি। আসলে, আমাকে অফস্ক্রিনে কিভাবে ট্রিট করা হচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অনস্ক্রিনে অভিনয় করলাম, নাচলাম আর হিট হয়ে গেলাম—এটা আমার কাছে কিছু না। হয়তো আমি পর্দায় পাঁচ মিনিটের জন্য থাকব, তবে সেখানে আমার অভিনয় দেখানোর সুযোগ থাকবে।’

র‌্যাম্প জগতের এই রাজকুমারির কাছে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে সহশিল্পী অন্যতম বিবেচ্য। মেধাবী সহশিল্পী না হলে তিনি সেসব ছবি করার পক্ষে নন। ইমি বলেন, ‘সহশিল্পী আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যার সাথে আমি স্ক্রিন শেয়ার করব তিনি কে? এটা জানা দরকার। আমি অনেক অনেক সিনেমা দেখি। বাংলাদেশি সিনেমা খুব বেশি দেখা হয় না। কলকাতার বাংলা সিনেমা সবথেকে বেশি দেখি। বলিউডও দেখি। যাদের ছবি দেখি তাদের মধ্যে আমার কিছু পছন্দের অভিনয়শিল্পী আছেন, যাদের সাথে অভিনয় করার বরাবরই ইচ্ছা ছিল। পরমব্রত তাদের মধ্যে একজন।’

বিজ্ঞাপন

পরমব্রতর সঙ্গে পর্দা ভাগাভাগি করা কিছুটা চ্যালেঞ্জের মনে করেন? তার মতে, পছন্দের গুণী অভিনেতার সাথে তাল মিলিয়ে অভিনয় করতে পারাটা কঠিন। কিন্তু তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চ দিয়ে অভিনয় করতে। তার বিশ্বাস, পর্দায় মানুষ তার চরিত্রটি উপভোগ করবে।

কথা বলার সময় ছবিতে নিজের চরিত্র সম্পর্কে সেভাবে কিছু বলতে চাইলেন না। হালকা আঁচ দিয়ে জানান, একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করছেন, যিনি রকস্টারকে ভালোবাসেন।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/আরএসও/পিএ

আজব কারখানা সাদিয়া শাবনাজ ইমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর