ঢাকায় মুক্তি পাচ্ছে ‘মেইজ রানার’
২৫ জানুয়ারি ২০১৮ ১৪:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ছবি ‘মেইজ রানার’। এর তৃতীয় কিস্তি ‘মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস’। শুক্রবার (২৬ জানুয়ারি) ছবিটি মুক্তি পাচ্ছে আন্তর্জাতিকভাবে। একই দিন থেকে ছবিটি দেখতে পাবেন ঢাকার দর্শকরা। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।
জেমস ডাসনারের লেখা ট্রিলজি উপন্যাস ‘দ্য মেইজ রানার’ থেকে সিনেমা নির্মাণ করেন ওয়েজ বল। তৃতীয় পর্বের পরিচালকও তিনি। ২০১৪ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘দ্য মেইজ রানার’।
তৃতীয় পর্বে তেরেসা চরিত্রে অভিনয় করেছেন ইংরেজ অভিনেত্রী কায়া স্কোডেলারিও। আরো আছেন ডিলান ও’ব্রেইন, কি হং লি, প্যাট্রিসিয়া ক্লার্কসন, এইড্যান গিলেন, বেরি পিপার।
টমাস ও স্কডেলারিওর নিজেদের জানতে চাওয়া, ইতিহাস পুনরুদ্ধার এবং স্মৃতি আবিষ্কারের গল্পই ‘দ্য মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়াল’।
সারাবাংলা/পিএ