Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখে আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প


১১ এপ্রিল ২০১৯ ১৩:০৮

আব্বাস মিয়ার বাড়িতে একটা পরীকে ধরে আটকে রাখা হয়েছে। এই খবরে পুরো গ্রামে হৈ চৈ পড়ে যায়। দলে দলে লোকজন আব্বাস মিয়ার বাড়ির দিকে আসতে থাকে পরী দেখার জন্য। কিন্তু আব্বাস মিয়া কাউকে পরী দেখাবে না।

একজন বুদ্ধি দিলো পরী দেখানোর জন্য টিকেট চালু করো। প্রস্তাবটা আব্বাস মিয়ার মনে ধরে। দশ টাকার টিকেট কেটে পরী দেখার জন্য লাইন দেয় শত শত লোক। বাড়ির পেছনে পুকুরের মাঝখানে একটা বাঁশের মাচা ঘর তৈরি করে পরীকে বেঁধে রাখা হয়েছে। লোকজন সারিবদ্ধভাবে পুকুরের পাড় থেকে পরীকে দেখে। ধবধবে সাদা পোশাকের অপরূপ সুন্দরী সেই পরীকে দেখে সবাই অবাক হয়।

বিজ্ঞাপন

আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প নাটকের একটি দৃশ্যে

এদিকে গ্রামের এক ছেলে পরীকে দেখে তার প্রেমে পড়ে যায়। তার কাছে মনে হয় এই পরীই তার হারিয়ে যাওয়া প্রেমিকা। সে বারবার পরীর কাছে যেতে চায় কিন্তু আব্বাস মিয়া তাকে বাঁধা দেয়। অন্যদিকে পরীকে দেখে গ্রামের চেয়ারম্যান তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়।

বাস্তবের নয়। ঘটনাটি নাটকের। এরকম নানা ঘটনা মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটক ‘আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প’। আনন জামানের রচনা ও রাখাল সবুজের পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীম মানতাসা, মাসুম আজিজ। পহেলা বৈশাখ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি।

সারাবাংলা/পিএম

আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প নাটক মাছরাঙা টেলিভিশন মাসুম আজিজ মীম মানতাসা শ্যামল মাওলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর