বৈশাখে ইমরান ও কণা ‘কে কত দূরে’!
১০ এপ্রিল ২০১৯ ১৭:০৮ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৭:১২
সময়ের জনপ্রিয় এবং ব্যস্ত দুই সংগীতশিল্পী ইমরান ও কণা। সিঙ্গেলে তো বটেই, একসঙ্গেও তাদের সফলতার সংখ্যাও কম নয়। সেই ধারাবাহিকতায় বৈশাখী উৎসবে আবারও এক হয়েছেন তারা। হাজির হচ্ছেন নতুন গান নিয়ে।
শ্রোতাদের তারা উপহার হিসেবে যে গানটি দিচ্ছেন তার শিরোনাম ‘কে কত দূরে’। বুধবার (১০ এপ্রিল) গানটি প্রকাশ পেয়েছে। গান এবং মিউজিক ভিডিও শোনা ও দেখা যাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর গানটির ওপর ভিত্তি করে গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে দুই কণ্ঠশিল্পী ইমরান-কণার উপস্থিতি ছাড়াও গল্পের নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুমিত ও নিশাত প্রিয়ম।
গানচিত্রটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে আমার প্রচুর কাজ হয়েছে। সফলতাও অনেক বেশি। আমার বিশ্বাস এই গানটিও সেই তালিকায় যুক্ত হবে দ্রুত সময়ের মধ্যে।’
গানটির মডেল নিশাত প্রিয়ম বলেন, ‘অনেক সুন্দর একটি গান এটি। এ গানের ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুমিত। এতে দারুণ একটা গল্প আছে। যে গল্পটি প্রেমিক-প্রেমিকাদের নতুন করে ভাবাবে বলে আমার ধারণা।’
সারাবাংলা/পিএ