Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো ঢাকার মঞ্চে অঞ্জন দত্তের নাটক


৯ এপ্রিল ২০১৯ ১৬:১৪ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১৬:২৭

‘বেলা বোস’, ‘ম্যারিয়ান’, ‘মালা’সহ আরও অনেক গানের জন্য বিখ্যাত অঞ্জন দত্ত। কলকাতার শিল্পী হলেও ভালোলাগার হাওয়া বহু বছর ধরে বইছে এদেশেও। বাংলাদেশে সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের শুরু থিয়েটার দিয়ে।

আর সেই থিয়েটারের নেশায় সম্প্রতি মঞ্চের জন্য কাজ করেছেন অঞ্জন দত্ত। আর সেই নাটকটি এবার মঞ্চস্থ হবে ঢাকায়। আসছে ৯ জুলাই ঢাকায় মঞ্চস্থ হবে অঞ্জন দত্তের নাটক। নাটকের নাম ‘সেলসম্যানের সংসার’। ‘অঞ্জন দত্ত প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হয়েছে নাটকটি। আর্থার মিলারের লেখা থেকে নাটকটির রচনা, নাট্যরূপ, নির্দেশনা দিয়েছেন অঞ্জন। নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ‘অঞ্জনযাত্রা’র লেখক এবং ঢাকায় নাটক মঞ্চায়নের উদ্যোগসঙ্গী সাজ্জাদ হুসাইন। তিনি সারাবাংলাকে বলেন, ‘অঞ্জন দত্ত সিনেমার অভিনয় এবং পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে তিনি দীর্ঘদিন পর থিয়েটারের জন্য কাজ করলেন। সেই নাটকটি ঢাকায় আসছে জুলাই মাসে। কলকাতায় নাটকটির বেশ কয়েকটি মঞ্চায়ন হয়েছে। আশাকরছি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের ২৭ মার্চ প্রকাশ হয়েছিল ‘‘অঞ্জনযাত্রা’’। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা ছিলেন এবং পরবর্তীতে প্রকাশনা প্রতিষ্ঠান ‘ছাপাখানার ভূত’ সঙ্গে থেকে যারা পরিবারের অংশ হয়ে উঠেছেন, তাদের নিয়ে পথচলার আনন্দ হিসেবে এই উদ্যোগ।’

ঢাকার কোন মঞ্চে নাটকটি মঞ্চায়ন হবে তা এখনো চূড়ান্ত না। আপাতত একটি প্রদর্শনীই করার পরিকল্পনা উদ্যোক্তাদের।

সারাবাংলা/পিএ/পিএম

অঞ্জন দত্ত মঞ্চনাটক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর