রজনীকান্তের দরবার
৯ এপ্রিল ২০১৯ ১২:৪৩ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১৩:০৪
রজনীকান্ত। দক্ষিণী ছবির মহাতারকা। রজনীকান্তের ছবি মুক্তি পেলে দক্ষিণে রীতিমতো উৎসব শুরু হয়।
ভক্তদের জন্য সুখবর হচ্ছে রজনীকান্ত নতুন ছবি হাতে নিয়েছেন। ছবির নাম ‘দরবার’। যদিও প্রথমে এ আর মুরুগাডস পরিচালিত ছবিটির নাম ঠিক করা হয়েছিল ‘থালাইভার ১৬৭’।
১০ এপ্রিল (বুধবার) থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। আর শুটিং শুরুর আগেই প্রকাশ করা হয়েছে ছবির ফার্স্ট লুক। সেখানে রজনীকান্তকে তার চিরচেনা অ্যাকশন লুকেই দেখা গেছে।
দরবার ছবিতে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনী আর নয়নতারা। এর আগে তাদের চন্দ্রমুখী এবং কুসেলান নামের দুটি ছবিতে দেখা গিয়েছিল। শেষ ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে। সে হিসেবে প্রায় এক যুগ পর আবার একসঙ্গে অভিনয় করছেন তারা।
ছবিতে আর কারা অভিনয় করবেন তা এখন জানা যায়নি। তবে যে ছবিতে রজনীকান্ত থাকেন সে ছবির অন্য শিল্পীদের নাম নিয়ে মাথা ঘামানোর লোকও খুব একটা নেই।
২০২০ সালে জানুয়ারিতে মুক্তি পাবে দরবার। হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।
সারাবাংলা/পিএম/পিএ