ছবির প্রস্তুতি নিতে দিল্লির রাস্তায় দীপিকা
৮ এপ্রিল ২০১৯ ১৮:১২ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৮:২০
এসিডে পোড়া বিকৃত মুখ নিয়েই দিল্লি রাস্তায় নেমেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকন। অনেকের সঙ্গে কথা বলতে দেখা দেখা গেছে তাকে। মুখে এসিডে পোড়ার মেকআপ থাকলেও অনেকেই চিনে ফেলেছেন দীপিকাকে। আগ্রহীদের সঙ্গে ছবিও তুলেছেন অভিনেত্রী।
এসিডে পোড়া মুখ নিয়ে দিল্লির রাস্তায় নামা কোনো শুটিংয়ের জন্য না। ছবির মূল শুটিংয়ে যাবার আগে এটা ছিল প্রস্তুতির অংশ। দীপিকা অভিনয় করছেন ভারতের এসিডদগ্ধ নারী লক্ষ্মী আগরওয়ালের জীবনী অবলম্বনে নির্মিতব্য ছবিতে। ছবির নাম ‘ছাপাক’, পরিচালনা করছেন মেঘনা গুলজার। ছবিটি লক্ষ্মী আগরওয়ালের বায়োপিক নয় বরং এসিডে দগ্ধ হয়ে তার এগিয়ে যাওয়ার গল্প নিয়ে।
দীপিকাকে পরামর্শ দিয়ে মেঘনা গুলজার বলেছিলেন, সাধারনের সঙ্গে বেশি করে মিশতে, তাদের ঘিরে থাকতে। স্টারডাম ভুলে যেতে হবে। সেই নির্দেশ মানতে গিয়েই দিল্লি রাস্তায় হোমওয়ার্কে নেমেছেন দীপিকা।
ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতী। দীপিকা বলেছিলেন, ‘মেঘনার সঙ্গে ছবিটি নিয়ে পাঁচ মিনিট কথা বলার পরই মনে হয়েছিল, ছবিটা আমি করব। কিন্তু এই চরিত্রে এত আবেগ আছে, আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। একটু একটু করে নিজেকে তৈরি করেছি।’
কিছুদিন আগে ছবিতে দীপিকার লুক প্রকাশ পেয়েছে অন্তর্জালে। সেই ছবি দখে লক্ষ্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন- দীপিকার ফার্স্ট লুক ভাল লেগেছে আমার। সবচেয়ে ভাল লাগছে একজন তারকা এই লুকে অভিনয় করতে চেয়েছেন এবং পর্দায় আসছেন। মেকআপে পুরো মুখটা বদলে যায়। কিন্তু তার মধ্যে থেকেও সৌন্দর্যটা খোঁজার চেষ্টা করি আমি।
দীপিকার এসিড পোড়া মুখের মেকআপ করছেন ক্লোভার উটন। যিনি এর আগে ‘সঞ্জু’তে রণবীর কাপুরের মেকআপ করেছিলেন। ‘পরী’তে আনুষ্কা শর্মার মেকআপও করেছিলেন তিনি।
সারাবাংলা/পিএ/পিএম