ইরফান খানের মিষ্টির দোকান!
৮ এপ্রিল ২০১৯ ১৪:৪৯ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৪:৫৯
ইরফান খান মিষ্টির দোকান খুলেছেন। সেই ছবি আবার তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভক্তরা তো সেই ছবি দেখে রীতিমতো চমকে গেছেন। অসুস্থতা থেকে ফিরে সোজা মিষ্টির দোকান খুলে বসলেন!
ইরফান খানের মিষ্টির দোকানের নাম ‘ঘাসিটরাম মিষ্টান্ন ভান্ডার’। এই দোকান নতুন নয়। অনেক আগে থেকেই আনন্দ আয়োজনে সবার মুখ মিষ্টি করিয়ে আসছে এই দোকানের মালিক ও কর্মচারিরা। ১৯০০ সাল থেকে চলে আসছে এই দোকান।
এরকম একটা মিষ্টির দোকানের মালিক হয়েছেন ইরফান। দোকানের সামনে দাঁড়িয়ে পুরনো ফ্যাশনের জামাকাপড় পরে ছবি তুলেছেন তিনি। আর এসব কিছুই তিনি করেছেন সিনেমার জন্য। নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয় করছেন এখন ইরফান। সেই ছবিতে নিজের লুক প্রকাশ করেছেন ইরফান। একই সঙ্গে জানিয়েছেন তিনি হচ্ছেন মিষ্টির দোকানদার।
হলুদ রংয়ের শার্ট আর গোলাপি প্যান্ট পরা ইরফান তার ছবির সঙ্গে লিখেছেন- মজার গল্প আসছে, সঙ্গে আছেন চম্পক’জি। সবাইকে বিনোদিত করতে আসছি শিগগিরই।
ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করছেন কারিনা কাপুর। ইরফানের স্ত্রী’র চরিত্রে দেখা যাবে তাকে। আর তাদের মেয়ের চরিত্রে দেখা যাবে রাধিকা মাডানকে।
সারাবাংলা/পিএ/পিএম