Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে


৬ এপ্রিল ২০১৯ ১২:১৮

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে প্রার্থীদের একাংশ। ছবি: ফেসবুক

টেলিভিশন নাটক ও অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’—এর দ্বি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (৬ এপ্রিল) গুলশান ১–এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন হলে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। কমিশনার হিসেবে আছেন এস এম মহসিন ও খায়রুল আলম সবুজ।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন ইরেশ যাকের ও মনোয়ার হোসেন পাঠান। সহ সভাপতি পদে নির্বাচন করছেন ৬ জন প্রার্থী। তারা হলেন— সাজ্জাদ হোসেন দোদুল, জহির আহমেদ, তারেখ মিন্টু, দেওয়ান হাবীব, এসএম এহসানুল আজিম ও আনসারুল আলম লিংকন। সাজু মুনতাসির ও মুজিবুর রহমান মুজিব প্রার্থী হচ্ছেন সাধারন সম্পাদক পদে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোটযুদ্ধে নেমেছেন কাজী রিয়াজ হোসেন নয়ন, সৈয়দ ইরফান উল্ল্যাহ, রেজাউল হক রেজা, সায়েদুজ্জামান তালুকদার মিঠু।

সংগঠনটির গঠনতন্ত্রে প্যানেল থাকার নিয়ম নেই। সেকারণে প্রার্থীরা কোনো নির্দিষ্ট প্যানেল থেকে নির্বাচন করছেন না। কিন্তু সমমনা প্রার্থীরা জোটবদ্ধ হয়েছেন।  নির্বাচনে দুই জোটে প্রার্থী সংখ্যা ৫৩ জন। ভোটার সংখ্যা ১৭৯ জন। এর মধ্যে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় রফিকুল ইসলাম বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানান কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক রিয়াজুল রিজু।

সারাবাংলা/আরএসও/পিএম

টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচন

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর