Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের বায়োপিকের অভিনেতাকে শেখাচ্ছেন কপিল দেব


৬ এপ্রিল ২০১৯ ১১:৫৯

নিজের পরবর্তী ছবির জন্য প্রশিক্ষন নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। ছবির নাম ৮৩। ছবিটির গল্প ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে। রণবীর সিংহ সেই দলের অধিনায়ক বরেণ্য ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন।

এই ছবির জন্য এখন পুরোদস্তুর ক্রিকেটের প্রশিক্ষন নিচ্ছেন মূল অভিনেতা রণবীরসহ ছবির অন্যান্য অভিনেতারা। ধর্মশালা স্টেডিয়ামে তাদের প্রশিক্ষন দিচ্ছেন বলিন্দর সাধু আর ইয়াশপাল শর্মা। এছাড়া বাড়তি পাওনা হিসেবে থাকছেন কপিল দেব নিজেই। তিনিও অভিনেতাদের প্রশিক্ষন দিচ্ছেন। বিশেষ করে ছবির মূল চরিত্র অর্থাৎ কপিল দেবের চরিত্রে যযিনি অভিনয় করছেন সেই রণবীর সিংকে খুঁটিনাটি ধরিয়ে দিচ্ছেন কপিল।

বিজ্ঞাপন

৮৩ ছবির অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে কপিল দেব

প্রশিক্ষনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে চারদিকে। ছবিতে অনেকটা কপিল দেবের মতো করে নিজেকে তৈরি করতে দেখা গেছে রণবীর সিংকে।

এছাড়া ছবিতে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অন্যান্য তারকা খেলোয়ারদের চরিত্রে অভিনয় করছেন আর বাদ্রি, চিরাগ পাতিল, সাকিব সালিম, পঙ্কজ ত্রিপাঠী, তাহির বাসিনসহ অনেকে।

‘৮৩’ ছবিটি ২০২০ সালের এপ্রিল নাগাদ মুক্তি পেতে পারে।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

৮৩ কপিল দেব বায়োপিক রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর