দ্য ব্যাটল ফর ‘পদ্মাবত’
২৪ জানুয়ারি ২০১৮ ১৮:৪২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১২:৫০
এন্টারটেইনমেন্ট ডেস্ক
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘পদ্মাবত’। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবিটির বিশেষ প্রদর্শনী হয়েছে। বিশ্লেষকেরা ছবিটিকে পাঁচ-এ দিয়েছেন সাড়ে চার।
কিন্তু তাতে কিছু যায় আসে না রাজপুত জাতিগোষ্ঠির কারনি সেনাদের। বুধবার (২৪ জানুয়ারি) ভারতের বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে জ্বালাও পোড়াও। ছবিটি মুক্তির প্রতিবাদে র্যালি করেছে বিরোধীরা, বন্ধ করে রেখেছে প্রধান সড়কগুলো, এমনকি ভেঙে-আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অনেক যানবাহন।
আহমেদাবাদ থেকে ৪৮ জন বিরোধীকে আটক করেছে পুলিশ। আর ৩৫ জনকে পুলিশ আটক করেছে মুম্বাই থেকে। বিরোধীরা শুধু ২০০ যানবাহনই নষ্ট করেনি, ভেঙেছে দোকান, রাস্তায় ইট-পাথর ফেলে রেখেছে রাস্তায়।
এমন অবস্থায় গুজরাটের সিনেপ্লেক্স মালিক সমিতি বলেছে, ‘আমরা সিনেমা মুক্তি দিচ্ছি না। কারণ আমাদের সম্পত্তি নিজেদেরকেই রক্ষা করতে হবে।’
‘পদ্মাবত’ সিনেমা মুক্তি পেলে রাজপুত নারীরা জীবন দিতে প্রস্তুত- এমন বক্তব্যের পর, বুধবার (২৪ জানুয়ারি) পুলিশ চিতরগর ইউনিট প্রধানকে আটক করেছে।
২৫ জানুয়ারি পদ্মাবত মুক্তির দিনে ‘জান্তা কার্ফিউ’ ডেকেছে কারনি সেনা। দলটির প্রধান লোখেনদার সিং কালভী বলেন, ‘আমরা কার্ফিউ দিয়েছি যেন দর্শকরা হলে আসতে না পারে। আমরা এই সিনেমা প্রদর্শন করতে দেবো না।’
সুপ্রিম কোর্টের আদেশ স্বত্ত্বেও রাজস্থানের সরকার স্থানীয়দের ছবিটি মুক্তি বন্ধের জন্য প্রতিবাদ করার অধিকার দিয়েছে।
সারাবাংলা/পিএ/কেবিএন