Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুকীর ছবি প্রযোজনা করবেন বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকি


৪ এপ্রিল ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৮:১৪

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি এবার সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের ছবিতে।দেশের জনিপ্রয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ড’স ম্যান’ ছবিতে সহ প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। খবরটি জানিয়েছে নামকরা ম্যাগাজিন ভ্যারাইটি।

এর আগে জানা গিয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ড’স ম্যান’ ছবিতে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার সঙ্গে এবার জানা গেল ছবিটি প্রযোজনাতেও সাহায্য করবেন তিনি।

বিজ্ঞাপন

ছবিটি হবে ইংরেজি ভাষায়। ছবিতে একজন দক্ষিণ ভারতীয় মানুষের ঘটনাবহুল ও অদ্ভুত এবং কিছুটা কৌতুকময় জীবন যাত্রার গল্প উঠে আসবে। তবে সেই মানুষটির অন্যরকম কিছু ঘটনা দেখা যাবে যখন অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে তার দেখা হবে আমেরিকায়।

ছবিটি সম্পর্কে নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেন, ‘ছবিটিতে উঠে এসেছে এই সময়ের অদ্ভুত পৃথিবীর গল্প। যেখানে আছে হাস্যরস, বিদ্রুপ এবং আবেগ।’

তিনি আরও বলেন, ‘এই ছবিতে যুক্ত হতে আমি বাধ্য হয়েছি। আমার মনে হয়েছে অভিনয় ছাড়াও এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন আছে। আর এটা এমন একটা ছবি যা অবশ্যই হওয়া দরকার।’

নওয়াজউদ্দিনকে প্রযোজক হিসেবে পাওয়া প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী সারাবাংলাকে বলেন, ‘এই ছবির গল্প নওয়াজউদ্দিন সিদ্দিকি জানেন ২০১৪ সাল থেকে। তখন তার সঙ্গে অভিনয়ের কথাই শুধু হয়েছিল আমাদের। তখন নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রযোজনার কথা ছিল না। কিন্তু এখন তিনি ছবিটি প্রযোজনা করতে চেয়েছেন। এটা অনেক আনন্দের যে একজন অভিনেতা শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, অন্য কোনো ভাবে যুক্ত থাকতে চান ছবিটির সঙ্গে।’

বিজ্ঞাপন

এসময় ফারুকী জানান, চলতি বছরের শেষ দিকে শুরু হবে এই ছবির শুটিং।

এই ছবির প্রযোজনায় আরও যুক্ত আছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’।

সারাবাংলা/পিএ/পিএম

নওয়াজউদ্দিন সিদ্দিকি নো ল্যান্ড’স ম্যান মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর