ভৌতিক ছবি প্রযোজনা করছেন সালমান খান
৪ এপ্রিল ২০১৯ ১৬:২৯ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৬:৩০
সালমান খান শুধু অভিনয়ই করেন না, মাঝেমধ্যে করেন সিনেমা প্রযোজনা। তিনি তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে বেশকিছু সিনেমা প্রযোজনা করেছেন। বিভিন্ন ধরনের বিষয়বস্তুর আলোকে নির্মিত হয়েছে সেসব ছবি।
এবার সালমান খান প্রযোজনা করতে যাচ্ছেন ভৌতিক ঘরানার সিনেমা। ‘আদমখোর’ শিরোনামের ছবিটির নাম এরইমধ্যে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসারস অ্যাসোসিয়েশন (ইম্পা)—তে তালিকাভূক্ত করার কাজ শেষ হয়েছে। খবর বলিউড হাঙ্গামার।
বলিউডে ভৌতিক ছবি মানেই যৌন দৃশ্যের ছড়াছড়ি। কিন্তু সালমান খানের এই ছবিতে সেরকম কোন দৃশ্য থাকবে না। কারণ বলিউড ভাইজান পারিবারিক নায়ক। শিশু থেকে বৃদ্ধ সবাই তার ছবি দেখতে পারেন। সেই কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে বলিউড ভাইজান এই ছবিতে নিজে অভিনয় করবেন কিনা সেটা জানা যায়নি। পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বিস্তারিত।
এদিকে সালমান খান এখন ‘দাবাং’ সিরিজের তৃতীয় কিস্তির শুটিং শুরু করেছেন। এরপর তিনি শুটিং করবেন সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ ছবিতে। তারপর কোরিয়ান ‘ভেটেরান’ ছবির ভারতীয় রিমেক ছবির কাজ শুরু করবেন। এছাড়া ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করা ‘ভারত’ মুক্তি পাবে এ বছরই।
সারাবাংলা/আরএসও/পিএ