শিল্পকলায় পদাতিকের আট দিনব্যাপী নাট্যোৎসব শুরু
৪ এপ্রিল ২০১৯ ১৬:২৯ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৬:৫৮
প্রতিবছরের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। ৪ এপ্রিল থেকে উৎসবের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে শিল্পকলার জাতীয় নাট্যশালায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ এবং ম হামিদ। একই সঙ্গে স্মারক সম্মাননাও প্রদান করবেন তারা।
শিল্পকলার জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার এবং স্টুডিও থিয়েটার হলে একযোগে মঞ্চস্থ হবে নাটক। ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনটি হলে মোট ২০টি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে ভারতের নাটক রয়েছে চারটি।
৪ থেকে ১০ এপ্রিল জাতীয় নাট্যশালায় প্রতিদিন ৭টা ১৫ মিনিটে, এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন ৬টা ৪৫ মিনিটে নাটক দেখতে পারবেন আগ্রহীরা।
উৎসবের সমাপনী হবে ১১ এপ্রিল। সেদিন বেলা ৫টায় শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে নিয়ে আলোচনা। আলোচনার বিষয়–পদকপ্রাপ্তদের চিন্তায় সৈয়দ বদরুদ্দীন হোসাইন। এই আলোচনা শুরু হবে বিকাল ৫টায় চলবে ৬টা ৩০ পর্যন্ত।
এবছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননার জন্য মনোনীত হয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও নাট্যজন গোলাম সারোয়ার।
এসব তথ্য জানাতে ২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে পদাতিক নাট্য সংসদ।
সারাবাংলা/পিএ/আরএসও